মূল পাতা মুসলিম বিশ্ব গাজ্জায় ইসরাইলি বর্বরতা চলছেই; গত ২৪ ঘণ্টায় শহীদ আরও ৭১ ফিলিস্তিনি
মুসলিম বিশ্ব ডেস্ক 03 January, 2025 11:12 AM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বর্বর হামলা থামছে না। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে আরও ৭১ জন শহীদ হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৫২ জন। মূলত ২৪ ঘণ্টার মধ্যে গাজ্জায় ৩৪টি বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী এই দেশটি।
এতে করে উপত্যকাটিতে শহীদের মোট সংখ্যা প্রায় ৪৫ হাজার ৬০০ জনে পৌঁছেছে। এ ছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, ইসরাইলি সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ৩৪টি বিমান হামলা চালিয়েছে। গাজা উপত্যকাজুড়ে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় ৭১ ফিলিস্তিনি শহীদ এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে গাজার মিডিয়া অফিস বৃহস্পতিবার জানিয়েছে।
গাজ্জার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা দলকে শহীদদের লাশ সরিয়ে নেওয়ার জন্য হামলাস্থলে পৌঁছাতে বাধা দিয়েছে এবং বিশেষ করে গাজ্জা এবং উত্তর গাজ্জায় রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
‘নৃশংস এই অপরাধের’ জন্য মিডিয়া অফিস ইসরাইলকে দায়ী করেছে এবং গণহত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংস্থাগুলোকে তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করার আহ্বানও জানিয়েছে তারা।